নাইজেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে ৩১ জন নিহত হয়েছে। আজ শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের পোর্ট কার্টকোর্ট শহরে এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত সাতজন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, হতাহতরা গির্জাটিতে তারা খাবার খেতে গিয়েছিলেন। একসঙ্গে শতাধিক মানুষ খাবার নিতে যাওয়ার সময় গির্জার ফটক ভেঙে যায়।
দেশটির রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র বলেন, ‘জনগণ হুড়োহুড়ি করতে গিয়ে পদদলিতের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।’
নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম পাঞ্চ জানিয়েছে, ‘বিনামুল্যে বাজার’ এমন এক দাতব্য অনুষ্ঠানে লোকজন জড়ো হয়েছিল।নিহতদের লাশ ও আহতদেতর নিকিটস্থ পোর্ট হার্টকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।