ধর্ম শিক্ষা বাদ দেওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রমে ধর্ম শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়। কাজেই ধর্ম শিক্ষা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, এবং তা বাদ দেওয়া হয়নি। বুধবার (৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমামের বক্তব্যের সমালোচনা করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জনপ্রতিনিধি হই বা অন্য যে কোনো দায়িত্বেই থাকি না কেন, দেশের শিক্ষাব্যবস্থা গুরুত্বপূর্ণ বিষয়। যা প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত।

সুতরাং এ বিষয়ে কথা বলার সময় সঠিক তথ্য জেনে বলা ভালো। আর একজন দায়িত্বশীল ব্যক্তি থেকে আমাদের চাওয়াটা আরও অনেক বেশি।

ফখরুল ইমামকে উদ্দেশ করে দীপু মনি বলেন, আমি তাকে সাধুবাদ জানাতে চাই, তিনি পরে হলেও তথ্য যাচাই করে দেখেছেন এবং ভুল স্বীকার করে বক্তব্য প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।

তবে সারাদেশে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার আগে তথ্য যাচাই করে কথা বলা উচিৎ ছিল বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সমাজের একটি অংশ, যারা সব সময় ধর্মের দোহাই দিয়ে নানাভাবে আমাদের এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করার চেষ্টা করে। তারা তার (ফখরুল ইমাম) বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি আরও বলেন, এই বক্তব্যের কিছুদিন আগ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারণা চলছিল যে, আমাদের নতুন শিক্ষাক্রমে ধর্ম শিক্ষা বাদ দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা।

ধর্ম শিক্ষা সবসময় ছিল, এখনও আছে। না থাকার কোনো কারণ দেখি না। আমাদের শিক্ষায় জ্ঞান-দক্ষতা যেমন থাকবে, পাশাপাশি সঠিক মনোভাব, মূল্যবোধ ও নৈতিকতা থাকবে। সেই জায়গায় ধর্ম শিক্ষা একটি আবশ্যকীয় বিষয়।

শিক্ষার্থীরা যেন ধর্মের মর্মকথা অনুধাবন করে নিজের জীবনে চর্চা করতে পারেন, সেইভাবে নতুন কারিকুলামে ধর্ম শিক্ষার বইগুলো তৈরি করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, আজকে যারা ধর্ম শিক্ষা তুলে ধোয়া তুলছেন, তাদের উদ্দেশ্য ধর্মকে রক্ষা করা নয়, বরং ধর্মকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করা।

 

Check Also

শিক্ষা খাতে আমরা যুক্তরাষ্ট্রের কাছাকাছি আছি

শিক্ষা খাতে আমরা যুক্তরাষ্ট্রের কাছাকাছি আছি : শিক্ষামন্ত্রী

দেশে বিদ্যুতের সক্ষমতা যদি না থাকত তাহলে অনেক আগেই দেশ শ্রীলঙ্কা হয়ে যেত। বিদ্যুৎ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *