দেশে টিকার আওতায় ২ কোটি ৭২ লাখের বেশি মানুষ

করোনার প্রতিষেধক হিসেবে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নেন এক লাখ ৯৯ হাজার ২৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ২৫২ জন। এ নিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

করোনার প্রতিষেধক হিসেবে দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। শুরুর দিকে শুধু অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হলেও বর্তমানে সারাদেশে মডার্না, ফাইজার, সিনোফার্মসহ মোট চার ধরনের টিকা দেওয়া হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন তিন কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৮০ লাখ ৭৭ হাজার ১১৮ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ ৯৬ হাজার ২৩১ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

Check Also

128

এক দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন। একই সময়ে ডেঙ্গু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *