দেশের তিন বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এছাড়া দেশের কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
তবে, ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; তবে রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
দেশে শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে এবং সর্বোচ্চ ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায়। আর সর্বনিম্ন ২১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার; যা দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইছে। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে।
আগামী দুই দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বিদায় হতে পারে।